চীনে বিস্ফোরণে ২২ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : চীনের উত্তরাঞ্চলে একটি রাসায়নিক কারখানার কাছে গতকাল বুধবার শক্তিশালী বিস্ফোরণের পর সেখানে আগুন ধরে গেলে অন্তত ২২ জনের মৃত্যু ও আরো ২২ জন আহত হয়েছে।

এই অঞ্চলেই ২০২২ সালের শীতকালীন অলিম্পিক অনুষ্ঠিত হবে। স্থানীয় কর্তৃপক্ষ একথা জানায়। বেইজিং থেকে প্রায় ২শ’ কিলোমিটার উত্তরপশ্চিমাঞ্চলে ঝাংজিয়াকোউ নগরীর হেবেই শেংহুয়া কেমিক্যাল কোম্পানির কাছে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর এএফপি’র।

স্থানীয় প্রচারণা বিভাগের সামাজিক যোগাযোগ মাধ্যম উইবোর অ্যাকাউন্টে বলা হয়, এই বিস্ফোরণে ছোটবড় ৫০টি ট্রাক পুড়ে গেছে। এতে আরো বলা হয়, স্থানীয় সময় রাত ১২টা ৪১ মিনিটে এটি ঘটে।

বিস্ফোরণের পর আহতদের হাসপাতালে নেয়া হয়েছে। রাষ্ট্রীয় সম্প্রচার কেন্দ্র সিজিটিএন পরিবেশিত খবরে পুড়ে যাওয়া ট্রাকগুলো ও দমকল কর্মীদের কাজ করতে দেখা গেছে। বিস্ফোরণে কারখানার কোন ক্ষতি হয়েছে কিনা তা জানা যায়নি।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!