চুল কাটা নিয়ে বিরোধের জেরে যুবক হত্যা ; হিজবুত তাওহীদের দাবী তাদের সমর্থক

পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার চর ঘোষপুরে চুল কাটা নিয়ে বিরোধের জের ধরে সুজন হোসেন (৩০) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার ভোর রাতে হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় তার মৃত্যু হয়।
মঙ্গলবার রাতে সদর উপজেলার চর ঘোষপুর নফসারের মোড়ের হেযবুত তওহীদের কার্যালয়ের সামনে তার ওপর হামলা করা হয়। হিজবুত তাওহীদের দাবী নিহত ব্যক্তির তাদের সমর্থক।
নিহত সুজন সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের চর ঘোষপুর গ্রামের মৃত আনিছুর রহমান মন্ডলের ছেলে। পেশায় ওয়ার্কশপ মিস্ত্রি ছিলেন।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মাসুদ আলম জানান, ঘোষপুর নফসারের মোড়ে মঙ্গলবার াভশ ৮টার দিকে একটি সেলুনের দোকানে চুুল-দাড়ি কাটা নিয়ে কথাকাটাকাটি হয়। এরই জের ধরে কিছু লোকজন লাঠিসোঠা ও দেশীয় অস্ত্র নিয়ে তাদের এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে। আহতদের পাবনা জেনারেল হাসপাতালে নেওয়া হলে সুজনের অবস্থার অবনতি হয়। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে তার মৃত্যু হয়।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!