চেলসিতে চুক্তির মেয়াদ বাড়ল জিরুদ ও কাবাইয়েরোর

স্পোর্টস: চেলসিতে আরও এক মৌসুম থাকছেন বিশ্বকাপজয়ী ফরাসী ফরোয়ার্ড অলিভিয়ে জিরুদ ও আর্জেন্টাইন গোলরক্ষক উইলি কাবাইয়েরো। স্ট্যামফোর্ড ব্রিজের দলটির সঙ্গে দুজনেরই আগের চুক্তির মেয়াদ ছিল আগামী জুন পর্যন্ত।

২০২০-২১ মৌসুমের শেষ পর্যন্ত তাদের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানোর বিষয়টি বুধবার পৃথক বিবৃতিতে জানায় ক্লাবটি। লন্ডনের আরেক ক্লাব আর্সেনাল থেকে ২০১৮ সালের জানুয়ারিতে চেলসিতে যোগ দেন জিরুদ।

চলতি মৌসুমে ৩৩ বছর বয়সী এই ফুটবলার ১৩ ম্যাচে করেন ৩ গোল। আর ২০১৭ সালে ম্যানচেস্টার সিটি থেকে চেলসিতে আসা ৩৮ বছর বয়সী কাবাইয়েরো চলতি মৌসুমে খেলেছেন ৯ ম্যাচ।

করোনাভাইরাস পরিস্থিতিতে পুনরায় মৌসুম শুরুর লক্ষ্যে ছোট ছোট দলে ভাগ হয়ে দূরত্ব বজায় রেখে মঙ্গলবার অনুশীলনে ফেরে প্রিমিয়ার লিগের দলগুলো। গত ১৩ মার্চ থেকে স্থগিত থাকা লিগে বাকি আছে ৯২টি ম্যাচ।

ব্রিটিশ গণমাধ্যমের বুধবারের খবর অনুযায়ী, অসুস্থতার কারণে অনুশীলনে নেই চেলসির বিশ্বকাপজয়ী ফরাসী মিডফিল্ডার এনগোলো কঁতে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!