চৈতি এবার সরকারি বিজ্ঞাপনে
বিনোদন: একটি বিজ্ঞাপনে ‘ইভিএম’-এ ভোট দেয়া শেখাবেন লাক্স তারকা ইশরাত জাহান চৈতি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার নিয়ে সচেতনতামূলক এ বিজ্ঞাপন নির্মাণ করেছে নির্বাচন কমিশন। এক মিনিট ব্যাপ্তির এই বিজ্ঞাপনটিতে চৈতির সঙ্গে আরো থাকছেন রহমত আলী।
এই বিজ্ঞাপনটির মাধ্যমে মূলত ইভিএম ব্যবহার করে কীভাবে নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করা হবে তা দেখানো হয়েছে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আগামি ২০শে নভেম্বর থেকে দেশের সব টিভি চ্যানেলগুলোতে বিজ্ঞাপনটির প্রচার শুরু হবে। চৈতিকে দেখা যাবে-সহকারী প্রিজাইডিং অফিসারের ভূমিকায়।
চৈতি বলেন, এটি আমার প্রথম সরকারি বিজ্ঞাপন। এ বিজ্ঞাপনের মাধ্যমে আমি সাধারণ মানুষকে ইভিএম ব্যবহার করে কীভাবে ভোট দিতে হয় তা দেখানোর চেষ্টা করেছি।
পাশাপাশি বিজ্ঞাপনটিতে কাজ করে নিজেও ইভিএম সম্পর্কে জানতে পেরেছি। প্রসঙ্গত, গত ১২ই নভেম্বর ঘোষিত তফসিল অনুযায়ী আগামি ৩০শে ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের কথা রয়েছে।