জমানো টাকা করোনায় ক্ষতিগ্রস্থ মানুষের মধ্যে ঈদ উপহার দিলেন শত বছর বয়স্কা জামিলা খাতুন

পিপ (পাবনা) : নিজের জমানো টাকা করোনায় ক্ষতিগ্রস্থ মানুষের মধ্যে ঈদ উপহার হিসেবে বিলিয়ে দিলেন শত বছর বয়স্কা জামিলা খাতুন। জামিলা খাতুন পাবনা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আব্দুল মতিন মিয়ার মা এবং সাঁিথয়ার নাগডেমরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান প্রয়াত ডা. ফয়েজ আহমেদের সহধর্মিনী।

গতকাল শনিবার সকালে শহরের বেলতলা রোডের বাসভবনে পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান প্রধান অতিথি হিসেবে দু:স্থ মানুষের মধ্যে নগদ এই অর্থ বিতরণ করেন।

এ উপলক্ষে পাবনা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আব্দুল মতিন মিয়ার সভাপতিত্বে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পাবনা জেলা আইনজীবী সমিতির সহ সভাপতি আব্দুর রউফ বাবলু।

ছেলে নাতী পুতিদের দেওয়া টাকা জমিয়ে করোনায় ক্ষতিগ্রস্থ ২‘শ মানুষের মধ্যে তিনি নগদ টাকা করে দান করেন। পাবনা জজকোর্টের আইনজীবী মীর রাকিব আরী রিজন, অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রনি, সুইডেন প্রবাসী মো. রওশন জামিল খান, ফাতেমা আক্তার মৌলি, নাইস ফাতেমা জুবি, সুরাইয়া রানা মালিহা এ সময় উপস্থিত ছিলেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!