জলবায়ু সম্মেলন নিয়ে দোটানায় অস্ট্রেলিয়া
বিদেশ: চলতি বছরের নভেম্বরে স্কটল্যান্ডের গ্লাসগোতে অনুষ্ঠেয় বৈশ্বিক জলবায়ু সম্মেলনে (কপ-২৬) অংশ নেওয়া এখনো অনিশ্চিত বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন। পশ্চিম অস্ট্রেলিয়ার একটি সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে অজি প্রধানমন্ত্রী বলেছেন, বিদেশ সফর এখন তার কাছে বোঝার মতো মনে হচ্ছে। ইতোমধ্যেই, অনেকদিন ভ্রমণজনিত কোয়ারেনটাইনে কাটিয়েছেন তিনি। তাই, কপ-২৬ সম্মেলনে যোগ দেওয়া নিয়ে তিনি এখনো কোনো সিদ্ধান্তে আসতে পারেননি। প্রধানমন্ত্রী মরিসন বলেন, এখন তিনি সীমান্ত খুলে দেওয়াসহ অন্যান্য বিষয়গুলোতে নজর দেওয়ার চেষ্টা করছেন। তবে, বিশেষজ্ঞরা মনে করছেন জলবায়ু পরিবর্তন মোকাবিলায় অস্ট্রেলিয়ার অর্জন খুব একটা ভালো না হওয়ায় জলবায়ু সম্মেলনে অংশ নিতে অনাগ্রহ দেখাচ্ছেন মরিসন। সাক্ষাৎকারে মরিসন বলেছেন, যত দ্রুত সম্ভব নিজ দেশের কার্বন নিঃসরণ শূন্যের কোটায় নামিয়ে আনতে তার প্রচেষ্টা অব্যাহত থাকবে।