জলাতঙ্ক নির্মূলে আটঘরিয়ায় অবহিতকরণ সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক : ২০২২ সালের মধ্যে বাংলাদেশ থেকে জলাতঙ্ক নির্মূলের লক্ষ্যে ব্যাপক হারে কুকুরের টিকাদান কর্মসূচী (এমডিভি)‘ অবহিত করণ সভা’ অনুষ্ঠিত হয়েছে।
বৃহষ্পতিবার সকালে আটঘরিয়া স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কমল্পেক্সে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন আটঘরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মাও. মো: জহুরুল ইসলাম খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো: আকরাম আলী।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো: হাসানুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন একদন্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইসমাইল হোসেন সরদার, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা সুভাব চন্দ্র পন্ডিত, আটঘরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম মোফাজ্জল হোসেন বাবু, স্বাস্থ্য পরিদর্শক গোলাম মোস্তফা প্রমূখ।
এসময় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক মাসুদ রানা, ইউপি সদস্য জাভেদ আলী, ইয়ার আলী, এমটিপিও আরশেদুল ইসলাম, সহকারি স্বাস্থ্য পরিদর্শক গোলাম মোর্তুজা, স্বাস্থ্য পরির্দশক আব্দুল হান্নান, জামিল আহম্মেদ, আমিনুল ইসলাম, এনামুল হোসেন, টেইনার এম এ সাদিক (ঢাকা)। উক্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন এমডিবি সুপার ভাইজার শরিফুল ইসলাম (ঢাকা)।