জাতিসংঘের আর্ন্তজাতিক পরমাণু শক্তি সংস্থার ডিডিজি’র রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন

নিজস্ব প্রতিবেদক, ঈশ্বরদী : জাতিসংঘের পারমাণবিক শক্তি সংক্রান্ত বিশেষায়িত আর্ন্তজাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) এর ডেপুটি ডিরেক্টর জেনারেল মি: মিখাইল সুধাকফ ২ ফেব্রয়ারি রবিবার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেছেন। তিন দিনের রাষ্ট্রিয় সফরে বাংলাদেশে এসে তিনি ২য় দিনে ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন পারমানবিক বিদ্যুৎ প্রকল্পের মহকর্মযজ্ঞ দেখার পাশাপাশি কর্তৃপক্ষের সাথে কয়েকদফা বৈঠক করেন।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণায়ের সিনিয়র সচিব আনোয়ার হোসেন,অতিরিক্তি সচিব (পারমাণবিক) ইতি রানী পোদ্দার,বিগ্রেডিয়ার জেনারেল আখতার শহীদ,বাংলাদেশ পরমাণু নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেযারম্যান প্রকৌশলী মোজাম্মেল হক, আণবিক শক্তি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড.সানোয়ার হোসেন, প্রকল্প পরিচালক ড.শৌকত আকবর,প্রকল্পের প্রধান প্রশাসনিক কর্মকর্তা অলোক চক্রবর্তি ও প্রকল্প ইনচার্জ রুহুল কুদ্দুসসহ রাশিয়া ও বাংলাদেশের উর্দ্ধতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

প্রকল্প পরিচালক ড.শৌকত আকবর জানান, প্রকল্পের কাজের মান ও অগ্রগতি দেখে মি: মিখাইল সুধাকফ সন্তোষ প্রকাশ বলেছেন,নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বাংলাদেশ থার্ড প্লাস জেনারেশনের সেফটি ফাস্ট যে প্রযুক্তি গ্রহন করেছে তা সঠিক এবং যুগোপযোগী।

এসময তিনি সিডিউল অনুযায়ী কাজের অগ্রগতি,মানব সম্পদ উন্নয়ন,বিভিন্ন পর্যায়ে বিশেষজ্ঞ নিযোগ,ট্রেনিং সেন্টার সহ সার্বিক বিষয়ে খোঁজ খবর নেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!