জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন পাবনায় ওরিয়েন্টেশন কর্মশালা

পাবনা প্রতিনিধি : পাবনায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের সাথে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে সিভিল সার্জন অফিসের হলরুমে অনুষ্ঠিত কর্মশালায় জানানো হয়, আগামী ৪ অক্টোবর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত পাবনাতে স্বাস্থ্যবিধি মেনে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। করোনার কারনে ১৪ দিন ব্যাপী এটি পালিত হবে যাতে সকলে নিরাপদে ঝুঁকিমুক্ত থেকে শিশুদের এই ভিটামিন টিকা খাওয়াতে পারে।

জেলায় মোট ১ হাজার ৯ শ ২৫ টি কেন্দ্রের মাধ্যমে ৩ লাখ ৮৭ হাজার ২৬৭ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। একাজে স্বেচ্ছাসেবক থাকবেন ৩ হাজার ৮ শ ৫০ জন। মাঠকর্মী, স্বেচ্ছাসেবক ও প্রথম সারির তদারককারী মিলিয়ে মোট ৪ হাজার ৮ শ ৩ জন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সফল করতে মাঠে থাকবেন। সকাল ৮টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত চলবে ক্যাম্পেইন।

অভিভাবকদেরকে তাদের সুবিধামতো নিরাপদ দুরত্ব মেনে মাস্ক পরিহিত অবস্থায় কেন্দ্রে গিয়ে শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়াতে হবে। ওরিয়েন্টেশনে সিভিল সার্জন ডা. মেহেদী ইকবাল, জেলা সিনিয়র তথ্য অফিসার ফরহাদ হোসেন, পাবনা প্রেসক্লাবের সভাপতি এ বি এম ফজলুর রহমান, মেডিক্যাল অফিসার ডা. খায়রুল কবির, জেলা ইপিআই সুপারভাইজার রবিউল আলম প্রমূখ বক্তব্য দেন।

অনুষ্ঠানে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ অংশ নেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!