জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আটঘরিয়ায় আ.লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত
আফ্রিদী মিঠুন : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পাবনার আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভূমিমন্ত্রী ও পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শামসুর রহমান শরীফ ডিলু।
প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী বলেন, আটঘরিয়া উপজেলা আওয়ামীলীগ ঐক্যবদ্ধ আছে। আগামী নির্বাচনে ঐক্যবদ্ধ ভাবে নৌকার পক্ষে কাজ করে আবারও নৌকাকে বিজয়ী করে বিশ্বনেত্রী শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে। তাহলে দেশের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত থাকবে।
আটঘরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র শহিদুল ইসলাম রতনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক ও মাজপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মো. আব্দুল গফুর মিয়ার পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্যদেন একদন্ত ইউনিয়নের চেয়ারম্যান মো. ইসমাইল হোসেন সরদার, দেবোত্তর ইউনিয়নের চেয়ারম্যান মো. মোহাঈম্মীন হোসেন চঞ্চল, চাঁদভা ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. সাইফুল ইসলাম কামাল, লক্ষীপুর ইউনিয়নের চেয়ারম্যান শেখ আনোয়ার হোসেন, উপজেলা আ.লীগের যুগ্ম-সম্পাদক ডা. মো.হোসেন আলী বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক মো. মোবারক হোসেন পান্না, মহিলা লীগের আহবায়ক আমেনা আক্তার নীলা, আটঘরিয়া পৌর আ. লীগের সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম মুকুল, উপজেলা যুবলীগের সভাপতি আজিজুল গাফ্ফার, সাধারণ সম্পাদক গোলাম মওলা পান্নু, যুবলীগ নেতা আব্দুল মান্নান প্রমুখ।