‘জাপটে থাকুক প্রেম’ নিয়ে সাফা
বিনোদন: বর্তমান সময়ের পরিচিত মুখ সাফা কবির। সম্প্রতি নতুন একটি নাটকে অভিনয় করেছেন। এর নাম ‘জাপটে থাকুক প্রেম’। সাফা কবির বলেন, সেতু আরিফের রচনায় এ নাটকটি পরিচালনা করেছেন রাইসুল তমাল।
দারুণ রোমান্টিক একটি গল্পের নাটক এটি। এখানে আমাকে রাকা এবং আমার বিপরীতে অভিনয় করা ইরফান সাজ্জাদকে জুবায়ের চরিত্রে দর্শকরা দেখতে পাবেন।
আশা করি, দর্শকরা এটি পছন্দ করবেন। নাটকে আরো অভিনয় করেছেন তিয়া রহমান, মিলি বাশার ও ফয়সাল হাসান।
আরটিভিতে আজ রাত ৮টা ১০ মিনিটে এবং একই দিনে জেএমআর ইন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে রাত ৯টায় দর্শকরা নাটকটি দেখতে পাবেন।
Spread the love