জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ভূমিকম্পের আঘাত
বিদেশ : জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে রিখটার স্কেলে ৬ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রোববার স্থানীয় সময় মাঝ রাতের দিকে এই ভূমিকম্প আঘাত হানে বলে দেশটির সংবাদমাধ্যম খবর দিয়েছে।
তবে ভূমিকম্পের কারণে সুনামি সতর্কতা জারি করা হয়নি বলে জানিয়েছে জাপানের আবহাওয়া সংস্থা। তারা বলছে, মধ্যরাত ১২টা ৫১ মিনিটের দিকে ভূমিকম্পটি আঘাত হেনেছে। এই ভূমিকম্পের তীব্রতা জাপানের ভূমিকম্প তীব্রতা মাপার স্কেলে ৭ মাত্রা বলে রেকর্ড করা হয়েছে।
কাগোশিমার আমামি দ্বীপের ভূপৃষ্ঠ থেকে ১৬০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তি হয়েছে। জাপানের দক্ষিণাঞ্চলের কিয়ুশু ও ওকিনাওয়া দ্বীপে এই কম্পন অনুভূত হয়েছে। তবে ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনও ক্ষয়ক্ষতি কিংবা প্রাণহানির খবর পাওয়া যায়নি।
Spread the love