জাপানে ৭.১ মাত্রার ভুমিকম্প অনুভূত
বিদেশ : জাপানের পূর্ব উপকূলের ফুকুশিমায় সাত দশমিক এক মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার স্থানীয় সময় রাত ১১ টায় এই শক্তিশালী ভূমিকম্পটি আঘাত হেনেছে। এ ঘটনায় শতাধিক মানুষ আহত হলেও প্রাণহানির কোন খবর পাওয়া যায়নি।
জাপানের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে,ভূমিকম্পের কেন্দ্রস্থলের উৎপত্তি ভূপৃষ্ঠের ৬০ কিলোমিটার গভীরে। এ ঘটনায় কোনও সুনামি সতর্কতা জারি করা হয়নি। ভূমিকম্পের কারণে কেন্দ্রস্থল সহ আশেপাশের এলাকার ভবন গুলি কেঁপে ওঠে। এ ছাড়া বিদ্যুৎ বিহীন হয়েছে সাড়ে নয় লাখ বসতবাড়ি। ২০১১ সালের শক্তিশালী ভূমিকম্পের দশম বার্ষিকীতে শনিবার আবারও ভূমিকম্পের এ ঘটনা ঘটলো।
Spread the love