জামাইয়ের ওপর শতভাগ আত্মবিশ্বাসী শাশুড়ি

বিনোদন: টলিউডের আলোচিত তারকা দম্পতি রাজ চক্রবর্তী ও শুভশ্রী গাঙ্গুলি। কিছুদিন আগে পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন দল তৃণমূলে যোগ দিয়েছেন পরিচালক রাজ চক্রবর্তী। আসন্ন বিধানসভা নির্বাচনে বারাকপুর আসন থেকে তৃণমূলের হয়ে ভোটে লড়ছেন তিনি। নির্বাচনে রাজ চক্রবর্তীর বিজয় নিয়ে শতভাগ আত্মবিশ্বাসী তার শাশুড়ি বীণাদেবী। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার প্রতিবাদে বৃহস্পতিবার বর্ধমানের বাজেপ্রতাপপুরে পথ অবরোধ করেন তৃণমূল সমর্থকরা। এই কর্মসূচিতে যোগ দেন শুভশ্রীর বাবা দেবপ্রসাদ গঙ্গোপাধ্যায় ও মা বীণাদেবী। এ সময় রাজের শাশুড়ি বলেনÑ‘রাজ জিতবেই আমি শতভাগ নিশ্চিত।’ বারাকপুরের প্রার্থী হতে পেরে খুশি রাজ চক্রবর্তী। প্রচারও শুরু করেছেন তিনি। এ নির্মাতা বলেনÑ‘এই এলাকায় আমার বেড়ে ওঠা। বারাকপুরের প্রতিটি অলিগলি আমার চেনা।’ ২০১৬ সালে ‘অভিমান’ সিনেমার শুটিং সেটে রাজ-শুভশ্রীর প্রেমের সূত্রপাত। ২০১৮ সালের ৬ মার্চ শুভশ্রীর সঙ্গে বাগদান সারেন রাজ চক্রবর্তী। মে মাসে বাওয়ালি রাজবাড়িতে সাত পাকে বাঁধা পড়েন দুই তারকা। গত বছর তাদের ঘর আলো করে আসে পুত্র যুভান।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!