জুনে দেশে ফিরবেন এন্ড্রু কিশোর

বিনোদন: বরেণ্য সংগীতশিল্পী এন্ড্রু কিশোর প্রায় আট মাস ধরে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দেশে আসার জন্য তার মন ছটফট করছে। আগামী জুনে দেশে ফিরবেন বলে জানিয়েছেন তিনি।

এ প্রসঙ্গে এন্ড্রু কিশোর বলেন, ‘আগের তুলনায় আমার শারীরিক অবস্থা বেশ ভালো হয়েছে। চিকিৎসরা আমাকে দেশে ফেরার অনুমতি দিয়েছেন। দেশে ফিরতে প্রস্তুতি নিয়েছি কিন্তু করোনাভাইরাসের কারণে ফ্লাইট জটিলতায় আটকে আছি।

সবকিছু ঠিকঠাক থাকলে জুনের প্রথম সপ্তাহে সিঙ্গাপুর এয়ারলাইনসের ফ্লাইটে ঢাকায় ফিরব।’ গত বছর ৯ সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান এন্ড্রু কিশোর। কিডনি ও হরমোনজনিত সমস্যায় ভুগছেন তিনি।

এ ছাড়া তিনি ক্যান্সারে আক্রান্ত। ব্যয়বহুল এই চিকিৎসার খরচ জোগাতে এরইমধ্যে এন্ড্রু কিশোর বিক্রি করেছেন তার রাজশাহী শহরে কেনা ফ্ল্যাট। তার চিকিৎসা সহায়তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শিল্পীর পরিবারের পাশাপাশি সংগীতশিল্পী, মিডিয়া ব্যক্তিত্ব, বেশকিছু প্রতিষ্ঠান এবং প্রবাসীরা এগিয়ে এসেছেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!