জেলে যেতে পারেন সোনাক্ষি
বিনোদন: বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সোনাক্ষি সিনহাসহ চার জনের বিরুদ্ধে দায়ের হল এফআইআর। মোরাদাবাদের ডিএসপি গজরাজ সিং জানিয়েছেন, নায়িকার বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতার প্রমাণ তারা পেয়েছেন জানা গেছে সোনাক্ষির বিরুদ্ধে অভিযোগ, গত ৩০ সেপ্টেম্বর দিল্লিতে একটি শোয়ে অংশগ্রহণ করার জন্য সোনাক্ষি ৩৭ লক্ষ টাকা অগ্রিম নিয়েছিলেন। কিন্তু শেষ মুহূর্তে নিজেকে সরিয়ে নেন। সংবাদমাধ্যমকে এ বিষয়ে জানাতে গিয়ে অভিযোগকারী ওই অনুষ্ঠানের উদ্যোক্তা বলেন, আমি খুব চেষ্টা করছিলাম তাকে রাজি করাতে। বার বার বলছিলাম, আমি বিরাট আর্থিক ক্ষতির মুখে পড়ব। কিন্তু উনি পারফর্ম করতে রাজি হননি। তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, সোনাক্ষি ও অন্য চার জনের বিরুদ্ধে আনা অভিযোগ সত্যি। যে পরিমাণ টাকার কথা বলা হয়েছে, সেই টাকা লেনদেনের প্রমাণ ব্যাংকের নথি থেকে পাওয়া গিয়েছে।
আর অপরাধ প্রমাণীত হওয়ায় জেলেও যেতে হতে পারে সোনাক্ষিকে। শেষ খবর পাওয়া পর্যন্ত এফআইআর দায়েরের পরে এখনও সোনাক্ষির তরফে কোনও আইনি পদক্ষেপ করা হয়নি।