জয়পুরহাটের আক্কলপুর বাস চাপায় সেনা সদস্য নিহত
জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাটের আক্কলপুরে বাসের চাকায় পিষ্ট হয়ে নাইচ হাসন (৩০) নামের এক সেনা সদস্য ঘটনাস্থলে নিহত হয়েছেন।
ঘটনাটি রবিবার বলা ১২ টার দিক উপজলা পরিষদ চত্বরের নিকট প্রধান সড়কে ঘটেছে। তিনি উপজেলার গােপীনাথপুর ইউনিয়নর মহিতুর গ্রামের আক্কাস আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আক্কলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বক্কর সিদ্দীক জানান,, সেনা সদস্য নাইচ হাসন তার শিশু পূত্রের আকিকা অনুষ্ঠানের উদ্দেশ্যে ছুটিতে বাড়ি আসেন।
রবিবার সকাল অনুষ্ঠানর বাজার করতে আক্কলপুর বাজার এসেছিলেন। মাটরসাইকল যােগে আক্কলপুর থেকে বাড়ি ফেরার পথে উপজেলা পরিষদ চত্বরের নিকট সিঙ্গার শাে-রুমের সামনে বিপরীত দিক থেকে বগুড়া থেকে ছেড়প আসা হাবিব পরিবহনের একটি বাস (ঢাকা মট্রা-ব-১১-২৫৮৭) তাকে ধাক্কা দেয়।
এ সময় পড়ে গিয়ে তার মাথা বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে স্থানীয়রা ঘাতক বাসটিকে আটক করে থানা পুলিশে খবর দিলে পুলিশ চালক ও বাসটিক থানা হেফাজতে নেয়।
নিহতের চাচাতা ভাই হুমায়ুন কবির রানা বলন, ‘নাইচ হাসন বাজার করে ফেরার পথে বাস চাপায় নিহত হয়েছেন।
তিনি বাংলাদশ সনাবাহিনীত খাগড়াছড়ি ক্যাটনমেন্টে কর্মরত ছিলেন।
ঘটনাস্থ থেকে মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়ছে। ময়নাতদন্তের পর মরদেহ স্বজনদের কাছ হস্তান্তর করা হবে।
আইনী প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান ওসি।