জয়পুরহাট পৌরসভা নির্বাচনে ধানের শীর্ষের মনোনয়ন পেলেন শামছুল হক
জয়পুরহাট প্রতিনিঃ ৩১ জানুয়ারি,২১ঃ আসন্ন জয়পুরহাট পৌরসভা নির্বাচনে মেয়র পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ শাসছুল হক।
শনিবার (৩০ জানুয়ারি) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তার মনোনয়ন পাওয়ারর বিষয়টি নিশ্চিত করা হয়। আগামী ২৮ ফেব্রুয়ারী জয়পুরহাট পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে।
রবিবার দুপুরে দলীয় প্রার্থী হিসেবে অধ্যক্ষ শামছুল হকের নাম ঘোষণার শহরে বিএনপির সমর্থকরা আনন্দ মিছিল বের করেন। অধ্যক্ষ শামছুল হকের দ্বিতীয়বারের মতো বিএনপির মনোনয়ন পেলেন।
উল্লেখ্য, পঞ্চম ধাপে ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২ ফেব্রুয়ারী । মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ৪ ফেব্রুয়ারি আর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ১১ ফেব্রুয়ারী
Spread the love