টাঙ্গাইলে যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত পাইলটের বাড়ি ঈশ্বরদীতে
টাঙ্গাইল সংবাদদাতা : টাঙ্গাইলের মধুপুরে বিমান বাহিনীর টেলকি ফায়ারিং জোনে একটি যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে নিহত হয়েছেন পাইলট উইং কমান্ডার আরিফ আহমেদ দিপু। নিহত পাইলট উইং কমান্ডার আরিফ আহমেদ দিপু পাবনার ঈশ্বরদী উপজেলার ছলিমপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের মৃত আফজাল হোসেনের ছেলে।
শুক্রবার বিকেল সাড়ে তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
মধুপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেলোয়ার হোসেন এবং স্থানীয় অরণখোলা ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রমেন্দ্র নাথ বিশ্বাস জানান, ২২ নভেম্বর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত অরণখোলা ইউনিয়নে বিমান বাহিনীর মহড়া ছিল। আজ বিকালে বাংলাদেশ বিমানের এফ সেভেন বিজি বিমানটি হঠাৎ বিধ্বস্ত হয়ে আগুন ধরে যায়। ঘটনাস্থলেই পাইলট আরিফের মৃত্যু হয়।
এরপর বিমান বাহিনী, মধুপুর থানা পুলিশ এবং শদুপুর ফায়ার সার্ভিস উদ্ধার কাজে নিয়োজিত হয়।
কেন এই দুর্ঘটনা ঘটেছে, সেটি তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি প্রশাসনের কোনো কর্মকর্তা।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর-আইএসপিআর এর সহকারী পরিচালক রেজাউল করিম শাম্মী, ‘তিনটার দিকে দুর্ঘটনাটি ঘটে। একজন পাইলট মারা গেছেন। এ বিষয়ে আপাতত আপডেট কোনো তথ্য নেই।