টিকা নিয়েও করোনা পজিটিভ ভাঙ্গুড়া পৌর মেয়র রাসেলের
পাবনা প্রতিনিধি : পাবনার ভাঙ্গুড়া পৌরসভার মেয়র গোলাম হাসনাইন রাসেল করোনার টিকা নিয়েও করোনা পজিটিভ হয়েছেন। সোমবার ল্যাব টেস্টে নমুনা পরীক্ষা করা হলে তার করোনা পজেটিভ আসে। মেয়র রাসেল দেড় মাস আগে করোনা ভাইরাসের প্রথম ডোজ টিকা নেন।
জানা যায়, মেয়র রাসেল গত মাসের শেষের দিকে প্রশিক্ষণের জন্য ঢাকায় গিয়ে ৫ দিন অবস্থান করেন। সেখান থেকে সর্দি কাশি নিয়ে বাড়ি ফেরেন। পরে গত বৃহস্পতিবার তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দেন । সোমবার সিরাজগঞ্জ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাব পরীক্ষায় তার করোনা পজিটিভ আসে। বিষয়টি নিশ্চিত হতে পুনরায় আজ সোমবার নমুনা সংগ্রহ করে পাবনা পাঠানো হলে সেখানখানকার ফলাফলও পজিটিভ এসেছে।
ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হালিমা খানম সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।
মেয়র রাসেল সাংবাদিকদের বলেন, তিনি বর্তমানে সুস্থ রয়েছেন। তার কোন উপসর্গ নেই। তারপরও স্বাস্থ্য সুরক্ষায় তিনি বাসাতেই অবস্থান করছেন।
Spread the love