টিজারে হাজির হলেন ‘শাহেনশাহ’
বিনোদন: নতুন বছরে নতুন ছবির লুক নিয়ে হাজির হলেন ঢালিউডের শীর্ষ তারকা শাকিব খান। ছবির নাম ‘শাহেনশাহ’। ভারী গলায় সবাইকে স্বাগত জানিয়েছেন শাহেনশাহ। তবে যেখানে স্বাগত জানিয়েছেন, সেখানে কেউই যেতে চাইবেন না। সেই জায়গাটি হলো মৃত্যুপুরী। কেন এই মৃত্যুপুরীতে স্বাগত জানালেন শাহেনশাহ? জানতে হলে দেখতে হবে শামীম আহমেদ রনি পরিচালিত নতুন ছবি ‘শাহেনশাহ’। গতকাল বিকালে অন্তর্জালে প্রকাশ পেয়েছে ছবির টিজার। শাকিব খানসহ বিভিন্ন চরিত্রের দেখা মিলেছে এখানে।
শামীম আহমেদ রনির আগের ছবিগুলোর মতোই অ্যাকশন এবং রোমান্টিকতায় পূর্ণ ‘শাহেনশাহ’ ছবিটি। এ ছবিতে নুসরাত ফারিয়া তো অবশ্যই আছেন, আরও আছেন রোদেলা জান্নাত। তাই শাকিব খানকে রোমান্স করতে দেখা যেতে পারে দুই নায়িকার সঙ্গে। ছবিটি প্রযোজনা করেছে শাপলা মাল্টিমিডিয়া। ছবিতে আরো অভিনয় করেছেন তারিক আনাম খান, চিত্রনায়ক উজ্জল, মিশা সওদাগর, আহমেদ শরীফ, মিশা সওদাগর প্রমুখ।