টুকু ও দুলুর মনোনয়ন বৈধের রায় স্থগিত
ডেস্ক রিপোর্ট : বিএনপির রুহুল কুদ্দুস তালুকদার ও ইকবাল হাসান মাহমুদ টুকুর মনোনয়ন বৈধ করে হাইকোর্টের আদেশ চেম্বার জজ আদালত স্থগিত করেছে। কাল আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি অনুষ্ঠিত হবে।
এর আগে, বিএনপি নেতা ইকবাল হাসান মাহমুদ টুকু ও রুহুল কুদ্দুস তালুকদার দুলুর মনোনয়ন গ্রহণে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে চেম্বার জজ আদালতে আবেদন করে নির্বাচন কমিশন। আবেদনে হাইকোর্টের আদেশ স্থগিত চায় ইসি।
সোমবার দুর্নীতির মামলায় দণ্ড স্থগিত থাকায় বিএনপি নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও ইকবাল হাসান মাহমুদ টুকুর মনোনয়ন বৈধ ঘোষণা করেছিলো আদালত।
এর আগে, বিএনপি নেতা ইকবাল হাসান মাহমুদ টুকু, রুহুল কুদ্দুস তালুকদার দুলু এবং ওয়াদুদ ভূঁইয়ার মনোনয়নপত্র বাতিল করে নির্বাচন কমিশন।
এদিকে, জাতীয় পার্টির নেতা রুহুল আমিন হাওলাদারের প্রার্থিতা ফিরে পাবার বিষয়ে রিট আবেদনের কার্যতালিকা থেকে বাদ দিয়েছে হাইকোর্ট।