টেকসই উন্নয়নে মেধা ভিত্তিক শিক্ষিত জাতি গড়তে হবে-লাল
রফিকুল ইসলাম সুইট : পাবনা জেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল রহিম লাল বলেছেন- বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বাল্য বিবাহ, মাদক, দুনীতি ও সন্ত্রাসের বিরুদ্ধে ব্যাপক কার্যকর পদক্ষেপ নিয়েছে শেখ হাসিনার সরকার বাল্য বিবাহ, মাদক, দুনীতি ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স। । বর্তমান সরকার উন্নয়নে বিশ্বে রোল মডেল হিসেবে পরিচিতি পেয়েছে। উন্নয়নকে টেকসই করতে হলে জাতিকে মেধা ভিত্তিক শিক্ষায় শিক্ষিত করতে হবে। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে মেধাভিত্তিক শিক্ষা দিতে শেখ হাসিনার সরকার নানা কর্মসুচী গ্রহন করেছেন। টেকসই উন্নয়নে মেধা ভিত্তিক শিক্ষিত জাতি গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে।
সাধুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাবনা পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম ।