টেকসই উন্নয়নে যুব মহিলা লীগের গুরুত্বপুর্ণ ভুমিকা রাখতে হবে-লাল
রফিকুল ইসলাম সুইট : পাবনা জেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল রহিম লাল বলেছেন- বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার আগামী বর্ষকে মুজিব বর্ষ ঘোষনা করেছেন। সরকার উন্নত দেশ গঠনে ব্যাপক কার্যকর পদক্ষেপ গ্রহন করেছে। বর্তমান সরকার উন্নয়নে বিশ্বে রোল মডেল হিসেবে পরিচিতি পেয়েছে। টেকসই উন্নয়নে সরকারের পাশাপাশি সকলকেই কাজ করতে হবে। বাঙ্গালী মেয়েরা পিছিয়ে ছিল, শেখ হাসিনা মেয়েদের এগিয়ে নিয়েছে। দেশ গঠনে মেয়েরা গুরুত্বপুর্ণ। বঙ্গবন্ধু’র সোনার বাংলা গড়তে মেয়েদেরকে এগিয়ে আসতে হবে বিষেশ কওে যুব মহিলাদের। বাংলাদেশের টেকসই উন্নয়নে যুব মহিলা লীগের গুরুত্বপুর্ণ ভুমিকা রাখতে হবে।
শনিবার পাবনা জেলা আওয়ামী কার্যারয়ে পাবনা জেলা মহিলা যুবলীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পাবনা জেলা যুবমহিলা লীগের সভাপতি এ্যাড. সালমা আক্তার শিলু এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আরেফা খানম শেফালী এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রিয় যুব মহিলা লীগের যুগ্ন সাধারণ সম্পাদক জেদ্দা পারভিন রিমি, আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ নেতা মো. শহিদুল্লাহ, এ্যাড. বেলায়েত আলী বিল্লু, মোশারোফ হোসেন, শাজাহান মামুন, মেহজাবিন প্রিয়া, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুন নাহার রেখা, জেলা ছাত্র লীগের সভাপতি শিবলী সাদিক,সাধারণ সম্পাদক তাজুল ইসলাম প্রমূখ।
এরপর পাবনা জেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল রহিম লাল মর্জিনা লতিফ ট্রাষ্টের অনুষ্ঠানে অংশ গ্রহন করেন।