‘টেক্সাস সেভেন’ দলের সদস্যের মৃত্যুদ- কার্যকর

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের টেক্সাসে গত মঙ্গলবার এক ব্যক্তির মৃত্যুদ- কার্যকর করা হয়েছে। ২০০০ সালে সে ও অপর ছয় ব্যক্তি অপরাধমূলক কর্মকা- চালানোর সময় এক পুলিশ সদস্যকে হত্যা করে।

তারা ‘ টেক্সাস সেভেন’ নামে পরিচিত। স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪৩ মিনিটে হান্টসভিলের ডেথ চেম্বারে বিষাক্ত ইনজেকশন প্রয়োগ করে জোসেফ গ্রাসিয়া (৪৭) নামের ওই ব্যক্তির মৃত্যুদ- কার্যকর করা হয়। খবর এএফপি’র।

এক বন্ধুকে হত্যা করার দায়ে ৫০ বছরের সাজাপ্রাপ্ত গ্রাসিয়া ও অপর ছয় আসামিকে টেক্সাসের দক্ষিণাঞ্চলের সুরক্ষিত কারাগার কোনালিতে রাখা হয়। পরে তারা সেখান থেকে পালিয়ে যায়। পলাতকরা কারারক্ষীদের ওপর হামলা করে তাদের পোশাক কেড়ে নেয় এবং অপর এক কারারক্ষীকে দরজা খুলতে বাধ্য করে।

এ সময় এক বন্দির বাবা গাড়ি নিয়ে কারাগারের বাইরে অপেক্ষা করছিল। কারাগার থেকে পালিয়ে যাবার পর ‘টেক্সাস সেভেনের’ সদস্যরা বিভিন্ন দোকানে লুটপাট চালায়। বড়দিনের প্রাক্কালে তারা ডালাসের উপকণ্ঠে একটি পণ্যের দোকানে হানা দেয়। ডাকাতি করে পালিয়ে যাওয়ার সময় তারা অব্রে হকিন্স নামের এক তরুণ পুলিশ কর্মকর্তাকে হত্যা করে।

ছয় সপ্তাহ পর কোলোরাডো থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তাদের একজন আত্মহত্যা করে। বাকি ছয়জন ওই পুলিশ কর্মকর্তা হত্যা মামলায় দোষী সাব্যস্ত হয় এবং তাদের মৃত্যুদ- দেয়া হয়। এ মামলায় ইতোমধ্যে তিনজনের মৃত্যুদ- কার্যকর করা হয়েছে। বাকি আরো দু’জনের মৃত্যুদ- কার্যকরের অপেক্ষায় রয়েছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!