টেবুনিয়ায় কেজেএ কিন্ডারগার্টেনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
নিজস্ব প্রতিবেদক, পাবনা : পাবনা সদরের টেবুনিয়ায় কেজেএ কিন্ডারগার্টেনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী উপলক্ষ্যে প্রতিষ্ঠান প্রাঙ্গনে বৃহস্পতিবার নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কেজেএ (কাজী জাহানারা আলতাফ) কিন্ডারগার্টেন প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদের সভাপতি প্রভাষক খন্দকার আহমেদ শরীফ ডাবলুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের শিক্ষক পরিষদের সাধারন সম্পাদক ড. একেএম শওকত আলী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, পাবনা প্রেসক্লাব সম্পাদক আঁখিনুর ইসলাম রেমন, টেবুনিয়া শিক্ষা ও সাংস্কৃতিক পরিষদের প্রতিষ্ঠাতা ও সভাপতি এইচ কে এম আবু বকর সিদ্দিক, সাংবাদিক ও লেখক এবাদত আলী।
অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন আটঘরিয়া সরকারি মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক মোঃ বাবুল আকতার, কিন্ডারগার্টেনের পরিচালক মোঃ ওসমান গণি সেলিম, অধ্যক্ষ মোছাঃ মিনারা খাতুনসহ গন্যমান্য ব্যক্তিবর্গ। শেষে অতিথিবৃন্দ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ করেন।