টেবুনিয়া জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারের উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক : পাবনার টেবুনিয়া জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১১ জানুয়ারি) বিকেলে টেবুনিয়া বাজার সাখাওয়াত প্লাজা দ্বিতীয় তলায় পাবনা জেলা প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনিষ্ট সেন্টার ওনার্স এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আলহাজ¦ লায়ন এম এ রহমান প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন।
তারেক মাহমুদ পলাশ, কামরুল হাসান, শওকত আলী, ইসমাঈল হোসেন, আজিম হোসেন ও নাইমুজ্জামান নাঈম এই ছয় বন্ধুর উদ্যোগে টেবুনিয়া জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টার প্রতিষ্ঠা করা হয়েছে।
উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন মালিগাছা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল করিম, সাখাওয়াত প্লাজার ব্যবস্থাপনা পরিচালক খন্দকার মো: হুমাউন কবির, সাখাওয়াত প্লাজার চেয়ারম্যান মো: মুজিবুর রহমান, পাবনা সরকারী মহিলা কলেজের সাবেক অধ্যাপক মতিয়ার রহমান, সরকারী বুলবুল কলেজের সহকারী অধ্যাপক আব্দুর রাজ্জাক, অটিজম শিক্ষক নাসির উদ্দিন শেখ প্রমুখ। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন রকিব হাসান ও শওকত আলী।
অনুষ্ঠান শেষে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন টেবুনিয়া জামে মসজিদের ঈমাম মাও: আব্দুস সামাদ।
বক্তারা বলেন, মানুষ চিকিৎসা নিতে অনেক দুরে যেতে হয়। তাই এখানে আধুনিক হাসপাতাল হওয়ায় এলাকার মানুষ চিকিৎসা সকল সুবিধা পাবেন।