ট্রাকের ধাক্কায় রূপপুর পারমাণবিক প্রকল্পের কর্মচারীর মৃত্যু
ঈশ্বরদী প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলে থাকা শফিকুল ইসলাম (৪৭) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের সাব-ঠিকাদার রোসেম কোম্পানির কর্মচারী ছিলেন।
বুধবার সকাল ৮টার দিকে সাহাপুর ইউনিয়নের দিয়ার সাহাপুর ক্লাব মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শফিকুল ঈশ্বররদী উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের খয়ের বাড়িয়া গ্রামের ইসমাইল মন্ডলের ছেলে। নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল বুধবার সকালে শফিকুল মোটরসাইকেল চালিয়ে রূপপুর প্রকল্পে তার কর্মক্ষেত্রে যাচ্ছিলেন। দিয়ার সাহাপুর ক্লাব মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তার মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। পাকশী হাইওয়ে পুলিশের ওসি শফিকুল ইসলাম জানান, হাইওয়ে পুলিশ ঘটনার পর পই ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে। তবে চালক ট্রাকটি নিয়ে পালিয়ে গেছে। মৃতদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ঈশ্বরদী থানা ওসি মো. আসাদুজ্জামান জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে গতকাল বুধবার দুপুরে ঈশ্বরদী থানায় মামলা দায়ের করা হয়েছে।