ট্রেনের বগি থেকে নবজাতকের লাশ উদ্ধার
ডেস্ক রিপোর্ট : সিরাজগঞ্জের কামারখন্দে ট্রেনের বগিতে একটি পরিত্যক্ত ব্যাগের ভেতর থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে রেল পুলিশ।
সিরাজগঞ্জ রেলওয়ে পুলিশের ওসি আকতার হোসেন জানান, গত সোমবার রাতে পাবনার ঈশ্বরদী থেকে সিরাজগঞ্জ শহরের রেলওয়ে বাজার স্টেশনগামী একটি লোকাল ট্রেনে ওই ব্যাগটি পাওয়া যায়।
ট্রেনটি কামারখন্দের জামতৈল স্টেশন পার হওয়ার পর জিআরপি পুলিশ নিয়মিত তল্লাশী করছিল। শেষ বগিতে সিটের ওপর মালিকবিহীন একটি ব্যাগ পাওয়া যায়। ব্যাগটি খোলার পর দেখা যায়, ভেতরে সাদা কাপড়ে মোড়ানো অবস্থায় একটি কন্যা শিশুর লাশ রয়েছে।
ওসি বলেন, ট্রেনটি জামতৈল স্টেশনে যাত্রাবিরতি করার সময় এক নারী জানালা দিয়ে সিটের ওপরে ব্যাগটি রাখেন। কিন্তু তাকে আর ট্রেনে উঠতে দেখা যায়নি বলে প্রত্যক্ষদর্শী যাত্রীরা পুলিশকে জানিয়েছেন।
Spread the love