তফসীল ঘোষনা উপলক্ষে পাবনায় র্যাবের সাজোয়া শোভাযাত্রা
নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদ নির্বাচনী তফসীল ঘোষনা করা হবে আজ সন্ধ্যা সাতটায়। আর এ ঘোষনা ঘিরে পাবনায় র্যাব-১২ এর উদ্যোগে সাজোয়া শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে র্যাব -১২ পাবনা ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর এস এম মোর্শেদের নেতৃত্বে অনুষ্ঠিত শোভাযাত্রাটি পাবনা সাকির্ট হাউজ থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিনসহ জজ কোট, পুলিশ লাইন মাঠ, অনন্ত বাজার, মুজাহিদ ক্লাব, বাস টার্মিনাল এলাকা, বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হতে মেরিল বাইপাস প্রদক্ষিন করে।
কোম্পানী কমান্ডার মেজর এস এম মোর্শেদ হাসান পিএসসি জানান, জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষনাকে কেন্দ্র করে কিছু মহল দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করার জন্য তৎপর হতে পারে।
মূলত: স্পেশাল সার্বিক আইন শৃঙ্খলা রক্ষা এবং সাধারনের জান ও মাল রক্ষার জন্য র্যাব সদা প্রস্তত, এমন আওয়াজ দিয়ে মানুষকে স্বস্তিময় রাখতে এই শোভাযাত্রার আয়োজন। শোভাযাত্রা থেকে বিশৃঙ্খলাকারী যেউ হোক না কেন কোন ছাড় দেয়া হবে না বলে উল্লেখ করা হয়।