তাড়াশ পৌরসভা নির্বাচনের ভোটগ্রহন চলছে
সিরাজগঞ্জ : উৎসব মুখর পরিবেশে সিরাজগঞ্জের তাড়াশ পৌরসভা নির্বাচনের ভোটগ্রহন চলছে। সকাল ৮ টা থেকে একযোগে ১০ টি কেন্দ্রে ইভিএমে ভোট গ্রহণ শুরু হয়। সকাল থেকেই প্রতিটি কেন্দ্রেই নারী ও পুরুষ ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এদিকে ভোট নির্বিঘ্ন করতে নির্বাচন কমিশন ও প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সকালে তা তাড়াশ ইসলামিয়া পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান।
নবগঠিত পৌরসভাটির প্রথম নির্বাচনে মেয়র পদে ৪ জন, সাধারন কাউন্সিলর পদে ৪৫ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। মোট ভোটার ১৯ হাজার ২শ ৮৭ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৯ হাজার ৪শ ৬৭ জন, নারী ভোটার ৯ হাজার ৮শ ২০ জন।
এখন পর্যন্ত কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি ।
Spread the love