দক্ষণি আফ্রকিায় একদনিইে আক্রান্ত ১১৬০
বদিশে : দক্ষণি আফ্রকিাতওে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তরে সংখ্যা বাড়তে শুরু করছে। সেখানে একদনিে র্সবােচ্চ আক্রান্তরে রর্কেড হয়ছে। দশেটরি জাতীয় স্বাস্থ্য দফতর জানয়িছে,একদনিইে নতুন করে আক্রান্ত হয়ছেে ১ হাজার ১৬০ জন।
দশেটতে এটাই একদনিে র্সবােচ্চ আক্রান্তরে রর্কেড। দশেটতিে এখন র্পযন্ত প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়ছেে ১৫ হাজাররে বশেি মানুষ। এর মধ্যে ৬০ শতাংশই পশ্চমিাঞ্চলীয় কপে প্রদশেরে।
ওর্য়াল্ডওমটিাররে পরসিংখ্যান অনুযায়ী, দশেটতিে এখন র্পযন্ত করোনায় আক্রান্ত হয়ছেে ১৫ হাজার ৫১৫ জন। এর মধ্যে মারা গছেে ২৬৪ জন। দশেটতিে ইতোমধ্যইে করোনা থকেে সুস্থ হয়ে উঠছেে ৭ হাজার ছয়জন। সেখানে র্বতমানে করোনার অ্রাক্টভি কসে ৮ হাজার ২৪৫ট।
তবে এখনও আশঙ্কাজনক অবস্থায় রয়ছেে ১১৯ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়ছেে ১ হাজার ১৬০ জন এবং তনিজনরে মৃত্যু হয়ছে। একদনি আগরে হসিাব অনুযায়ী, নতুন আক্রান্তরে সংখ্যা ছলি ৮৩১ এবং মারা গছেে ১৪ জন।
গত ৩১ ডসিম্বের চীনরে হুবইে প্রদশেরে উহান শহরে প্রথম করোনার উপস্থতিি ধরা পড়। প্রথমদকিে দক্ষণি আফ্রকিায় করোনায় আক্রান্তরে সংখ্যা কম থাকলওে এখন বাড়ছ।