দামেস্ক বিমানবন্দরে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা

ডেস্ক: সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা লক্ষ্য করে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েলের যুদ্ধবিমান। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম দাবি করেছে, বেশিরভাগই ক্ষেপণাস্ত্রই প্রতিহত করেছে তারা। সিরিয়ার বার্তা সংস্থা সানা জানিয়েছে, এখন পর্যন্ত এই আগ্রাসন দামেস্ক বিমানবন্দরের একটি সামরিক গুদাম লক্ষ্য করে চালানো হয়েছে। স্থানীয় সময় রাত ১১.২৫ মিনিটে ওই হামলা চালানো হয় বলে জানিয়েছে সানা। সিরিয়ার যুদ্ধ পর্যবেক্ষণকারী ব্রিটিশ মানবাধিকার গ্রুপ সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস মনিটর জানিয়েছে, বিমানবন্দরের কাছে ইরানি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরায়েল। সিরিয়ার পরিবহন মন্ত্রণালয়ের একটি সূত্রকে উদ্ধৃত করে সানা জানিয়েছে হামলা সত্ত্বেও বিমানবন্দরের কার্যক্রম স্বাভাবিক গতিতেই চলছে। ইসরায়েলের এক সিনিয়র কর্মকর্তা গত সেপ্টেম্বরে জানান গত দুই বছরে সিরিয়ায় ইরানি লক্ষ্যবস্তুতে ২০০টিরও বেশি হামলা চালিয়েছে ইসরায়েল। সর্বশেষ গত ২৫ ডিসেম্বর সিরিয়ায় হামলা চালায় ইসরায়েল। ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় ওই সময়ে সিরিয়ার তিন সেনা সদস্য নিহত হয়। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে সম্প্রচারিত ফুটেজে রাতের আকাশে গোলা নিক্ষেপের তীব্র আলো দেখা গেছে। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম একে প্রতিরক্ষা গোলা নিক্ষেপ বললেও ভিডিওতে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ২০১১ সাল থেকে সিরিয়ার গৃহযুদ্ধ শেষ হওয়ার পর থেকে প্রেসিডেন্ট বসির আল আসাদকে সমর্থন দিয়ে আসছে ইরান। আর দেশটিতে ইরানের প্রভাব কমানোর অজুহাত তুলে সিরিয়ায় হামলা চালিয়ে আসছে ইসরায়েল। এসব হামলার বেশিরভাগই চালানো হয়েছে রাজধানী দামেস্কের দক্ষিণে। সিরিয়ার যুদ্ধ পর্যবেক্ষণকারী ব্রিটিশ মানবাধিকার গ্রুপ সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস মনিটর জানিয়েছে, ইরানি বাহিনীর দুটি সামরিক স্থাপনা ও হেজবুল্লাহ গ্রুপের একটি অবস্থান লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। পর্যবেক্ষক সংস্থাটি জানিয়েছে, বিমানবন্দর ও রাজধানী দামেস্কের দক্ষিণের কিসেহ এলাকায় এসব স্থাপনার অবস্থান। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রতিশ্রুতি দিয়েছেন যুদ্ধ-বিধ্বস্ত সিরিয়ায় তেহরানকে সুরক্ষিত থাকতে দেওয়া হবে না।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!