দিনাজপুরে পৃথক স্হানে মোটর সাইকেল দুর্ঘটনায় ৩ জন নিহত
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বিরামপুরে বিআরটিসি বাসের সাথে মোটর সাইকেলের ধাক্কায় চালকসহ দুইজন এবং বীরগঞ্জের কাভার্ড ভ্যানের ধাক্কায় আরেকজন মোটর সাইকেল চালক নিহত হয়েছে। আজ বুধবার সকালে পৃথক স্হানে নিহত হয়েছে তারা।
বিরামপুর থানার উপ পরিদর্শক বাবুল ইসলাম জানিয়েছেন, সকাল পৌনে ৯ টার দিকে বিরামপুরের টাটকপুরের বেলডাঙ্গা মোড়ে রংপুরগামী বিআরটিসির একটি যাত্রীবাহি বাসের ধাক্কায় মোটর সাইকেল চালক এবং নারী আরোহি নিহত হয়েছে। নিহতদের কাছে ১লাখ ৮ হাজার ২০৭ টাকা পাওয়া গেছে। তবে তাদের মোবাইল ফোন সম্ভবতঃ খোয়া গেছে। একারনে উভয়ের সম্পর্ক জানতে পরিবারের সাথে যোগাযোগ করতে বিড়ম্বনায় পড়তে হচ্ছে পুলিশকে।
উদ্ধার হওয়া পরিচয়পত্র অনুযায়ী নিহত দু’জন হলেন, দিনাজপুর শহরের রেলকোলীর বাসিন্দা লোকমানের ছেলে সোহেল (৩৮) এবং আরোহি সেলিনা (২৮) সিপাহী পাড়ার রুস্তম আলীর মেয়ে। ঘাতক বিআরটিসির বাসটি হেফাজতে নিয়েছেন তারা।
এদিকে এর আগে সকাল ৮ টার দিকে দিনাজপুরের বীরগঞ্জের ভূল্লিরহাটের বড় করিমপুর এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় একজন মোটর সাইকেল চালক নিহত হয়েছেন।
নিহত মোটর সাইকেল চালকের নাম মাওলানা হযরত আলী (৫৬)। তিনি পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার প্রধানাবাদ গ্রামের বাসিন্দা মৃত বেলাল হোসেনের ছেলে।
বীরগঞ্জ থানার উপ পরিদর্শক আশরাফুল ইসলাম জানান, পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার গ্রামের বাড়ী থেকে মোটর সাইকেল চালিয়ে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার গন্তব্যে যাবার সময় একটি কাভার্ড ভ্যানের সাথে ধাক্কায় শরির থেতলে দুর্ঘটনাস্হলে প্রান হারিয়েছেন মাওলানা হযরত আলী। মোটর সাইকেলে একাই ছিলেন তিনি।