দিল্লির চাঁদনি চক মার্কেটে ভয়াবহ আগুন
বিদেশ : দিল্লির চাঁদনি চক মার্কেটে ভয়াবহ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট। গতকাল বৃহস্পতিবার এনডিটিভি’র খবরে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ভোর পৌনে ৫টার দিকে চাঁদনি চকের লাজপত রাই মার্কেটে আগুন লাগে। এতে পুড়ে ছাই হয়ে যায় অনেক দোকান। ঘটনাস্থলে উপস্থিত পুলিশ ও দমকল বাহিনী জানায়, এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আগুন লাগার খবর পাওয়ার কিছুক্ষণের মধ্যেই দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। ততক্ষণে বেশ কিছু দোকান পুড়ে ছাই হয়ে গেছে। আগুন লাগার কারণ জানা যায়নি। তবে সংশ্লিষ্টরা প্রাথমিকভাবে ধারণা করছেন, শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। ভয়াবহ এ আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি হবে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা।
Spread the love