দীর্ঘ ১৮ বছর পর চাটমোহর উপজেলা আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন মঙ্গলবার
নিজস্ব প্রতিবেদক : একাধিকবার সম্মেলনের দিন-তারিখ নির্ধারণ ও তা স্থগিতের পর দেড় যুগ দীর্ঘ ১৮ বছর পরে আগামী ২৩ ফেব্রুয়ারি পাবনার চাটমোহর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
ইতোমধ্যে সম্মেলনের প্রস্তুতি কমিটি গঠণ, কাউন্সিলদের তালিকা চূড়ান্ত করাসহ গত ১৩ ফেব্রুয়ারি বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। ২০০৩ সালে চাটমোহর ডিগ্রী কলেজ মাঠে সর্বশেষ আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়।
আওয়ামীলীগের তৎকালীন সাধারণ সম্পাদক আব্দুল জলিল ওই সম্মেলনে প্রধান অতিথি ছিলেন। সেই সম্মেলনে এ্যাড. সাখাওয়াত হোসেন সাখো সভাপতি ও মোঃ আব্দুল মালেক সাধারণ সম্পাদক নির্বাচিত হন। কিন্তু দীর্ঘ দেড় যুগ অতিবাহিত হলেও চাটমোহর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়নি। আগামী ২৩ ফেব্রুয়ারি সম্মেলনের নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে।
উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এস এম নজরুল ইসলাম জানান, ২০০৩ সালে সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়। ২৩ ফেব্রুয়ারি স্থানীয় সকাল ১১টায় ঐতিহাসিক বালুচর খেলার মাঠে উপজেলা আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানান এই নেতা। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে দলের সাধারণ সম্পাদক সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী মো. ওবায়দুল কাদের এমপি উপস্থিত থাকবেন বলে দলীয় সূত্রে জানা গেছে। সম্মেলনের উদ্বোধন করবেন পাবনা জেলা আওয়ামীলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) রেজাউল রহিম লাল, চেয়ারম্যান পাবনা জেলা পরিষদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, কেন্দ্রীয় কমিটির সদস্য নুরুল ইসলাম ঠান্ডু, অধ্যাপক মেরিনা জাহান, আব্দুল আউয়াল শামীম, পাবনা-৩ আসনের এমপি আলহাজ্ব মো. মকবুল হোসেন, পাবনা-১ আসনের এমপি এ্যাড. শামসুল হক টুকু, পাবনা-৪ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস। এছাড়া প্রধান বক্তা হিসেবে পাবনা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স এমপি উপস্থিত থাকবেন। বিশেষ বক্তা থাকবেন পাবনা-২ আসনের এমপি আহমেদ ফিরোজ কবির, নাদিরা ইয়াসমিন জলি এমপি (পাবনা-সিরাজগঞ্জ)। অনুষ্ঠান পরিচালনা করবেন চাটমোহর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল মালেক। সম্মেলনে সভাপতিত্ব করবেন চাটমোহর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. সাখাওয়াত হোসেন সাখো।
এদিকে সম্মেলনকে ঘিরে নতুন নেতৃত্বের আভাস পাওয়া যাচ্ছে। সভাপতি পদে বর্তমান সভাপতি ও চাটমোহর পৌরসভার নবাগত মেয়র এ্যাড. সাখাওয়াত হোসেন সাখো আবারো সভাপতি হচ্ছেন এমনটা নিশ্চিত করেছেন দলের একাধিক সদস্য। তবে সভাপতি পদে প্রার্থী হিসেবে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল মালেকের ভাই উপজেলা কৃষকলীগের আহবায়ক মো. আব্দুল মমিন চাটমোহরে শো-ডাউন দিচ্ছেন। অপরদিকে সভাপতি পদে সাবেক এমপি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এ্যাড. একেএম সামসুদ্দিন খবির প্রার্থী হচ্ছেন বলে গুঞ্জন উঠেছে। এদিকে ইতোপূর্বে সভাপতি পদে সাবেক মেয়র মির্জা রেজাউল করিম দুলাল প্রার্থী ছিলেন। কিন্তু বিগত ২৮ ডিসেম্বর চাটমোহর পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকের বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হিসেবে অংশ গ্রহন করায় জেলা আওয়ামী লীগ তাকে দল থেকে অব্যাহতি দিয়েছে।
সাধারণ সম্পাদক পদে উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এসএম নজরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান ইছাহক আলী মানিক, ছাইকোলা ইউপি চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, হরিপুর ইউপি চেয়ারম্যান মোঃ মকবুল হোসেন, মূলগ্রাম ইউপি চেয়ারম্যান রাশেদুল ইসলাম বকুল, নিমাইচড়া ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান খোকন, পাবনা জেলা পরিষদ সদস্য মোঃ হেলাল উদ্দিনের নাম প্রার্থী হিসেবে শোনা যাচ্ছে। ইতোমধ্যে সম্মেলন ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসব আমেজ লক্ষ্য করা গেছে।
উপজেলার ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ৩১জন করে কাউন্সিলর চূড়ান্ত করা হয়েছে বলে দলীয় সূত্র জানায়।
উল্লেখ্য, ২০০৩ সালের ৩০ জুলাই চাটমোহর ডিগ্রী কলেজ (বর্তমান সরকারি কলেজ) মাঠে বাংলাদেশ আওয়ামীলীগের তৎকালীন সাধারণ সম্পাদক মো. আব্দুল জলিল এর উপস্থিতিতে চাটমোহর উপজেলা আওয়ামীলীগের বর্তমান কমিটি গঠন করা হয়।