দুই ছাত্রলীগ নেতা হত্যার প্রতিবাদে পাবনায় ছাত্রলীগের বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক, পাবনা : নোয়াখালীর বেগমগঞ্জ ও খুলনার কয়রায় দুই ছাত্রলীগ নেতাকে হত্যার প্রতিবাদে পাবনায় বিক্ষোভ ও প্রতিবাদ সভা করেছে ছাত্রলীগ।
মঙ্গলবার দুপুরে পাবনার শালগাড়ীয়ার মালিগলি স্কুলের সামনে থেকে জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক তাজুল ইসলাম’র নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের হয়।
মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
পরে সেখানে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য দেন, সহ-সভাপতি ফিরোজ আলী, মেহেদী হাসান, সাদ্দাম হোসেন, হাবিবুর রহমান রিংকু, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল জব্বার, অনিক আহমেদ, সাংগঠনিক সম্পাদক সাইদুজ্জামান সজিব, মুরাদ মালিথা, প্রচার সম্পাদক সাদ্দাম হোসেন, দপ্তর সম্পাদক আদনান আল মাহফুজ চমন প্রমুখ।
বক্তারা অবিলম্বে দুই ছাত্রলীগ নেতা হত্যার সাথে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।
Spread the love