দুই ভাইয়ের প্রেমে সারা-জাহ্নবী

বিনোদন : পরিচালক-প্রযোজক করণ জোহর সঞ্চালিত ‘কফি উইথ করণ’ অনুষ্ঠানে গিয়ে ফাঁস হলো বলিউডের দুই তারকা-সন্তান সারা আলি খান ও জাহ্নবী কাপুরের গোপন প্রেম। আপন দুই ভাইয়ের সঙ্গে পেম করছেন এই দুই নায়িকা। পাশাপাশি ভাইরাল হয়েছে প্রেমিকের সঙ্গে তাদের ছবিও।

কিন্তু কোন দুই ভাইয়ের সঙ্গে প্রেম করছেন সারা এবং জাহ্নবী? তারা কি বলিউড ইন্ডাস্ট্রির কেউ? উত্তর হলো ‘না’। তারা অভিনয় জগতের কেউ নন, রাজনীতিক ও ব্যবসায়ী পরিবারের সন্তান। সেই দুই ভাই হলো, বীর পাহারিয়া এবং শিখর পাহারিয়া।

মুম্বাইয়ের নাম করা ধনী এবং রাজনৈতিক ক্ষমতাসম্পন্ন এই পাহারিয়া পরিবার। এদের দাদু (মায়ের বাবা) সুশীল কুমার শিন্ডে ভারতের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী। বীর ও শিখরের বাবার নানারকম ব্যবসা আছে। অর্থাৎ, অর্থ, যশ, পতিপত্তি- কোনো কিছুরই কমতি নেই পাহারিয়া পরিবারের।

অন্যদিকে, সারা আলি খান হলেন বলিউডের সাবেক তারকা দম্পতি সাইফ আলি খান ও অমৃতা রাওয়ের মেয়ে। ২০১৮ সালে ‘কেদারনাথ’ সিনেমাটি দিয়ে বলিউডে পা রাখেন সারা। একই বছর ‘ধড়ক’ সিনেমাটি দিয়ে ক্যারিয়ার শুরু করেন শ্রীদেবী ও বনি কাপুরের বড় মেয়ে জাহ্নবী।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!