দুই শতাধিক শিক্ষার্থীদের মাঝে খাদ্যসামগ্রী ও শিক্ষা উপকরণ বিতরণ
মিজান তানজিল, পাবনা : করোনা ভাইরাস সংক্রামণের কারণে পাবনার সদর উপজেলার ৯৭ নং কোমরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও ম্যানেজিং কমিটির স্ব-উদ্দ্যোগে ২ শতাধিক অস্বচ্ছল পরিবারের শিক্ষার্থীদের মাঝে খাদ্যসামগ্রী ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে সামাজিক দুরত্ব বজায় রেখে এসব খাদ্যসামগ্রী ও শিক্ষা উপকরণ দেওয়া হয়।
এসময় সকল শিক্ষার্থীদেরকে আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার আহ্বান জানান। সেই সাথে সবাইকে ঠিকমত পড়ালেখার জন্য নির্দেশ দেন। এছাড়া দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের অস্বচ্ছল পরিবারের পাশে দাড়ানোর আহ্বান জানানো হয়। বিদ্যালয়ের সহকারি শিক্ষক,মির্জা মো: সিরাজুল ইসলাম,আনোয়ারুল ইসলাম,শফিকুল ইসলাম,আব্দুল কাদের মিঠু, শামীমা জেরিন, আশরাফুল ইসলাম, মনিরা সুলতানা, উল্মে সালমা,ম্যানেজিং কমিটির সভাপতি শামসুল আলম জিন্নাহ,সহ-সভাপতি জয়নুল আবেদীন পারভেজ,সরওয়ার হোসেন,শাহাজাহান,মেহেদী হাসান সহ সদস্যবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।