দেবোত্তর কবি বন্দে আলী মিয়া উচ্চ বিদ্যালয়ের নতুন কমিটি
নিজস্ব প্রতিবেদক: পাবনার আটঘরিয়ার দেবোত্তর কবি বন্দে আলী মিয়া উচ্চ বিদ্যালয়ের নতুন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।
সম্প্রতি ১২ সদস্য বিশিষ্ট নতুন এই পরিচালনা কমিটি গঠন করা হয়। শনিবার শিক্ষাবোর্ড থেকে নবনির্বাচিত কমিটি অনুমোদন হয়।
কমিটিতে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আমিরুল ইসলাম রাঙা কে সভাপতি ও প্রধান শিক্ষক মো: মাহতাব উদ্দিনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
কমিটিতে নির্বাচিত অন্যান্যরা হলেন-প্রভাষক মোস্তাফিজুর রহমান মাসুম (দাতা সদস্য), অধ্যাপক গোলাম মোস্তফা (অভিভাবক সদস্য), প্রভাষক আব্দুস সামাদ ( অভিভাবক সদস্য), মোঃ গোলাম সরওয়ার ( অভিভাবক সদস্য ), জুলফিকার হায়দার জুলি (অভিভাবক সদস্য), লাভলী খাতুন (অভিভাবক সদস্য, সংরক্ষিত ), আবুল কালাম আজাদ ( শিক্ষক প্রতিনিধি সদস্য), মোঃ ইয়াছিন আলী ( শিক্ষক প্রতিনিধি সদস্য), মোছা. শামীমা বিশ্বাস ( শিক্ষক প্রতিনিধি সদস্য), আসাদুজ্জামান খান মনি (কোঅপ্ট সদস্য )।