দেবোত্তরে আশার সদস্যদের স্বাস্থ্য সেবা প্রদান ও মগ বিতরণ অনুষ্ঠান
স্টাফ রির্পোটার : বেসরকারি উন্নয়ন সংস্থা আশা পাবনার আটঘরিয়ার দেবোত্তর অঞ্চলের অনিয়মিত সদস্যদের সাথে মতবিনিময় স্বাস্থ্য সেবা প্রদান ও মগ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমাবার সকালে আশা দেবোত্তর অঞ্চল কার্যালয়ে জেলা এগ্রি আরএম আব্দুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আশা কেন্দ্রিয় কার্যালয়ের জয়েন্ট ডেপুটি ডিরেক্টর গিয়াস উদ্দিন, বিশেষ অতিথি ছিলেন আশা দেবোত্তর অঞ্চলের রিজিওনাল ম্যানেজার রকিবুল ইসলাম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আশা দেবোত্তর ব্রাঞ্চের ম্যানেজার মুন্নুজান খাতুন, টেবুনিয়া শাখা ম্যানেজার আবু হেনা মোস্তফা কামাল, খিদিরপুর শাখা ম্যানেজার রফিকুল ইসলাম, ফৈলজানা শাখার ম্যানেজার আশরাফুল আলম প্রমুখ।
আশার অনিয়মিত ৭৫ জন সদস্যকে স্বাস্থ্য সেবা প্রদান ও ৫০ জন সদস্যকে মগ বিতরণ করা হয়।
Spread the love