দেবোত্তর আ.লীগের নিখিল সভাপতি চঞ্চল সম্পাদক
মো. জিল্লুর রহমান রানা : পাবনার আটঘরিয়া উপজেলার দেবোত্তর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিকী কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার বিকেলে মতিঝিল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত কাউন্সিলের শুভ উদ্বোধন করেন আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও আটঘরিয়া পৌরসভার মেয়র মো. শহিদুল ইসলাম রতন।
কাউন্সিলে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পাবনা জেলা আ.লীগের সহ-সভাপতি মো. আবুল কালাম আজাদ বাবু, সাংগঠনিক সম্পাদক মো, মনিরুল ইসলাম মান্না, প্রচার সম্পাদক মো. কামিল হোসেন, দপ্তর সম্পাদক এডঃ ম, আহাদ বাবু।
অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যদেন আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল গফুর মিয়া। এসময় উপস্থিত ছিলেন আটঘরিয়া উপজেলা পরিসদের চেয়ারম্যান ও সাবেক কেন্দ্রিয় ছাত্রনেতা মো. তানভীর ইসলাম, ঈম্বরদী উপজেলা যুবলীগ নেতা এমপি পুত্র মো. তৌহিদুজ্জামান দোলন বিশ^াস।
কাউন্সিলে শ্রি নিখিল কুমার সাহাকে সভাপতি ও মো. মোহাঈম্মীন হোসেন চঞ্চলকে সাধারণ সম্পাদক করে ৬৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন দেবোত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোহাঈম্মীন হোসেন চঞ্চল।