দেবোত্তর কবি বন্দে আলী মিয়া উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
নিজস্ব প্রতিবেদক : পাবনার আটঘরিয়া উপজেলার দেবোত্তর কবি বন্দে আলী মিয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ( ২ মার্চ) বিদ্যালয় মাঠে সারাদিন ব্যাপি আয়োজিত ক্রীড়ানুষ্ঠান শুভ উদ্বোধন করেন আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র মোঃ শহিদুল ইসলাম রতন।
এতে সভাপতিত্ব করেন ম্যানেজিং কমিটির সভাপতি ও প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা মোঃ আমিরুল ইসলাম রাঙা।
এসমো বিশেষ অতিথির বক্তব্যদেন আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার মাকসুদা আক্তার মাসু, দেবোত্তর ডিগ্রি অনার্স কলেজের অধ্যক্ষ সাইদুর রহমান, আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনোয়ার হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস.এম শাহজাহান আলী, উপজেলা একাডেমিক সুপার ভাইজার শিপ্রা রানী মন্ডল।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহতাব উদ্দিনের আমন্ত্রণে উপস্থিত ছিলেন আটঘরিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ খাইরুল ইসলাম বাসিদ, সাধারণ সম্পাদক মোঃ জিল্লুর রহমান।
প্রতিযোগিতায় ৩১টি ইভেন্টে বিদ্যালয়ের প্রায় ৫ শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।
Spread the love