দেবোত্তর ডিগ্রি কলেজের অধ্যাপক বাবলু’র দাফন সম্পন্ন
নিজস্ব প্রতিবেদক : সড়ক দুর্ঘটনায় নিহত ফেরদৌস সেলিম বাবলু (৫২) এর জানাজা শেষে রামচন্দ্রপুর ভোজন্দাপুর গোরস্থানে আজ বৃহস্পতিবার দাফন সম্পন্ন হয়েছে।
তার প্রথম জানাজা সকাল ১১ টায় দেবোত্তর ডিগ্রি কলেজ মাঠে ও দ্বিতীয় জানাজা দুপুর ২টায় রামচন্দ্রপুর ভোজন্দাপুর গোরস্থান মাঠে জানাজা শেষে দাফন করা হয়েছে। এসময় বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি, শিক্ষক ও এলাকার সর্বস্তরের মানুষ অংশ নেয়।
বাবুল আটঘরিয়ার দেবোত্তর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ও সদর উপজেলার মালিগাছা ইউনিয়নের ভোজন্দাপুর গ্রামে মৃত হাবিবুর রহমানের ছেলে।
উল্লেখ, বুধবার (০১ জানুয়ারি) রাত সাড়ে ১১ টার দিকে পাবনার টেবুনিয়া-চাটমোহর সড়কের রামচন্দ্রপুর ঢালু নামক স্থানে মোটর সাইকেল নিয়ে রাস্তার পাশে দাড়িয়ে থাকা অবস্থায় পেছন দিক থেকে দ্রুতগ্রামী একটি প্রাইভেট কার তাকে ধাক্কা দিলে গুরুত্বর আহত হলে তাকে দ্রুত পাবনা জেনারেল হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।