দেবোত্তর ডিগ্রি কলেজের অধ্যাপক বাবলু সড়ক দুর্ঘটনায় নিহত
নিজস্ব প্রতিবেদক : পাবনার টেবুনিয়া-চাটমোহর সড়কের রামচন্দ্রপুর ঢালু নামক স্থানে সড়ক দুর্ঘটনায় ফেরদৌস সেলিম বাবলু (৫২) নিহত হয়েছে।
গত রাত সাড়ে ১১ টার দিকে প্রাইভেট কারের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বাবুল আটঘরিয়ার দেবোত্তর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ও সদর উপজেলার মালিগাছা ইউনিয়নের ভোজন্দাপুর গ্রামে মৃত হাবিবুর রহমানের ছেলে। তিনি সদর উপজেলার মালিগাছা ইউনিয়নের আওয়ামী লীগের প্রচার সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন।
পুলিশ ও এলাকাবাসী জানায়, বুধবার রাত সাড়ে ১১ টার দিকে টেবুনিয়া-চাটমোহর সড়কের রামচন্দ্রপুর ঢালু নামক স্থানে মোটর সাইকেল নিয়ে রাস্তার পাশে দাড়িয়ে থাকা অবস্থায় পেছন দিক থেকে দ্রুতগ্রামী একটি প্রাইভেট কার তাকে ধাক্কা দিলে গুরুত্বর আহত হলে তাকে দ্রুত পাবনা জেনারেল হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। নিহতের প্রথম জানাজা বৃহস্পতিবার সকাল ১১ টায় দেবোত্তর ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়।
তাকে রামচন্দ্রপুর ভোজন্দ্রাপুর গোরস্থানে দুপুর ২টায় দ্বিতীয় জানাজা শেষে তাকে দাফন করা হবে।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দেবোত্তর ডিগ্রি কলেজের অধ্যক্ষ সাইদুল ইসলাম, উপাধ্যক্ষ রফিকুল ইসলাম হেলাল, পাবনা সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহেল হাসান শাহীন, আটঘরিয়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও কবি বন্দে আলী মিয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি আমিরুল ইসলাম রাঙা, আটঘরিয়া প্রেসক্লাবের সভাপতি খাইরুল ইসলাম বাসিদ, সাধারণ সম্পাদক মোফাজ্জ হোসেন বাবু প্রমুখ।