দেবোত্তর রক্তদান সংঘের উদ্যোগে ছাগল ও অটোভ্যান বিতরণ
আফ্রিদি মিঠুন : পাবনার আটঘরিয়া উপজেলার যুবকদের সেচ্ছাসেবী সংঠন “দেবোত্তর রক্তদান সংঘ” এর উদ্যোগে ছাগল ও ব্যাটারি চালিত অটোভ্যান বিতরণ করা হয়েছে।
বুধবার উপজেলার সদর দেবোত্তর হাট সংলগ্ন নিজ কার্যালয় থেকে আনুষ্ঠানিক ভাবে এগুলো বিতরণ করা হয়।
সংস্থার সদস্য রাজু আহমেদ জানায়, দেবোত্তর রক্তদান সংঘ” এর উদ্যোগে অসহায় মানুষিক প্রতিবন্ধি ব্যক্তিকে ব্যাটারি চালিত অটো ভ্যান, ১টি এতিম পরিবারকে ২টি ছাগল ও ১ বস্তা চাউল বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন আটঘরিয়া থানার এসআই ও বিট অফিসার মোঃ নুরুল হুদা, মোঃ মোদাচ্ছের রহমান, ছাত্রনেতা মোশাররফ হোসেন। আরও উপস্থিত ছিলেন দেবোত্তর রক্তদান সংঘের মোহাম্মদ আলী জিন্নাহ, ইসতেয়াক বিশ্বাস, রাজু আহমেদ, ইকরাম হোসেন, সুমন হোসেন, সুজন, মোস্তাফিজুর রহমান, হামজাসহ সংঘের সকলসদস্যবৃন্দ।
Spread the love