দেশবাসীর অকুণ্ঠ ভালোবাসার মর্যাদা রাখার চেষ্টা করব : বাংলার গায়েন রাসেল

নিজস্ব প্রতিবেদক : আরটিভিতে অনুষ্ঠিত বাংলার গায়েন প্রতিযোগিতার চ্যাম্পিয়ন রাসেল মৃধা বলেছেন, আমাকে চ্যাম্পিয়ন করতে দেশবাসী যে অকুণ্ঠ ভালোবাসা ও সম্মান দিয়েছেন, আমি আজীবন সেই ভালোবাসার মর্যাদা রাখার চেষ্টা করব। আমার আগামীর চলার পথে তাই সকলের পরামর্শ, দিকনির্দেশনা ও সহযোগিতা কামনা করি। সেইসাথে সারাদেশের মানুষ যেভাবে আমাকে ভোট দিয়ে এবং দোয়া করে আমাকে চ্যাম্পিয়ন করেছে, তার জন্য অশেষ কৃতজ্ঞতা জানাই। এ ভালোবাসা শোধ হবার নয়।

বাংলার গায়েন চ্যাম্পিয়ন রাসেল কে নিয়ে ‘বিজয়োত্তর কৃতজ্ঞতা প্রকাশ’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন রাসেল মৃধা।

শুক্রবার (০৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চাটমোহর পৌরসদরের শাহী মসজিদ মোড়ের শাহী ফুড অ্যান্ড রেস্টুরেন্টে এই আলোচনা সভার আয়োজন করা হয়।

এতে বক্তব্য দেন, চাটমোহর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক চলনবিল পত্রিকার সম্পাদক রকিবুর রহমান টুকুন, সাপ্তাহিক চাটমোহর বার্তার সম্পাদক এসএম হাবিবুর রহমান, চাটমোহর ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি শেখ জিয়ারুল হক সিন্টু, সাংবাদিক ও গীতিকার মো: ইশারত আলী, সেবা ট্রেডিং এন্ড কর্পোরেশনের স্বত্বাধিকারী হাসান মামুন, সাংবাদিক শামীম হাসান মিলন, শাহীন রহমান, আব্দুল লতিফ রঞ্জু, মহিদুল ইসলাম খান, তুষার ভট্টাচার্য, এস এম মাসুদ রানা, শেখ সালাউদ্দিন ফিরোজ, তোফাজ্জল হোসেন বাবু, সঞ্জিত চক্রবর্তী সোনা প্রমুখ।

বক্তারা রাসেল মৃধার উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!