দেশের উন্নয়নে আ.লীগকে আরো সুসংগঠিত হতে হবে–লাল
রফিকুল ইসলাম সুইট : পাবনা জেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল রহিম লাল বলেছেন- পাবনা জেলা আওয়ামী এখন সুসংগঠিত। কেন্দ্রিয় নেতৃত্বের নিদের্শনার প্রতি শ্রদ্ধা রেখে জেলা বিভিন্ন ইউনিটে সম্মেলন হচ্ছে। মুজিব বর্ষকে স্মরণীয় করতে আওয়ামী লীগের সকল নেতাকর্মীদেরকে দেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে কাজ করতে হবে। পাবনা জেলার সকল ইউনিটে প্রধানমন্ত্রীর নিদের্শনা মোতাবেক সম্মেলন হবে। দেশের উন্নয়নে আওয়ামী লীগ কে আরো সুসংগঠিত হতে হবে।
রবিবার পাবনা জেলা পরিষদ কার্যালয়ে পাবনা পৌর আওয়ামী লীগের ১৫ নম্বও ওয়ার্ডেও নবনির্বাচিত কমিটির সদস্যরা দেখা করতে এলে তখন তিনি এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক হিরোক হোসেন, স্থানীয় আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ, শাহীনুর রহমান শাহীন, জেলা ছাত্রলীগের সাবেক নেতা মনিরুজ্জামান রাসেল প্রমূখ।
Spread the love