দেশের উন্নয়নে সকল শ্রেণি পেশার মানুষকে কাজে লাগাতে হবে-ডেপুটি স্পিকার
নিজস্ব প্রতিবেদক, সাঁথিয়া : মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে পাবনার সাঁথিয়ায় শুক্রবার ভারত ও বাংলাদেশের দৃষ্টিপ্রতিবন্ধীদের নিয়ে ফুটবল ম্যাচ সাঁথিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ফুটবল মাঠে অনুষ্ঠিত হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুল হক টুকু এমপির সভাপতিত্বে দু’দেশের দৃষ্টিপ্রতিবন্ধীদের ফুটবল ম্যাচটি প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার আ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া।
এসময় উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা সংসদ সদস্য-৪২ পাবনা নাদিরা ইয়াসমিন জলি এমপি, সাঁথিয়া পৌর মেয়র মিরাজুল ইসলাম প্রাং, বেড়া পৌর মেয়র আলহাজ¦ আব্দুল বাতেন, সাঁথিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার, সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার এসএম জামাল আহমেদ, অ্যাডভোকেট শামসুল হক টুকু-অধ্যাপক লুৎফুন্নেসা ফাউন্ডেশনের সভাপতি অ্যাডভোকেট এস,এম আসিফ শামস রঞ্জন, উৎসর্গ ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান ইমরুল কায়েস, উৎসর্গ ফাউন্ডেশনের সম্পাদক তানজিনা খান ।
প্রধান অতিথি দৃষ্টিপ্রতিবন্ধী ফুটবল ম্যাচ উদ্বোধন পূর্বে বলেন, বাংলাদেশ মুজিব শতবর্ষ উযাপন করছে। এ উযাপনে এ ফুটবল ম্যাচ অভুতপূর্ব। এর আেেগ এরকম কোন ফুটবল ম্যাচ আমি দেখিনিই। উন্নত দেশ গঠনে দেশের সকল শ্রেণি পেশার মানুষকে সাথে নিয়ে কাজ করতে হবে। দেশে জিডিপি’র হার বৃদ্দির জন্য কাউকে পিছিয়ে থাকা যাবে না। সকলকেই কাজে লাগাতে হবে।
এসময় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুল হক টুকু এমপি বলেন দৃষ্টিপ্রতিবন্ধীরা সমাজে বোঝা নয়। এদেরকে মানব সম্পদে রুপান্তরের মাধ্যেমে দেশকে উন্নয়নের শিখরে নেওয়া সম্ভব। অ্যাডভোকেট শামসুল হক টুকু-অধ্যাপক লুৎফুন্নেসা ফাউন্ডেশন ও উৎসর্গ ফাউন্ডেশন বাংলাদেশের যৌথ ভাবে দৃষ্টিপ্রতিবন্ধী ফুটবল ম্যাচটির আয়োজন করেন।