দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির পূর্বাভাস
নিজস্ব প্রতিবেদক : বিদায় নিচ্ছে শীত, কড়া নাড়ছে বসন্ত। শীতের বিদায় বেলায় হঠাৎই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। সেই সঙ্গে ঠান্ডা বাতাস।
পশ্চিমা লঘুচাপের প্রভাবে পাবনাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার সকাল নয়টা পর্যন্ত ২৪ ঘণ্টায় তেতুলিয়াতে সর্বোচ্চ ১২ মিলিমিটার বৃষ্টির রেকর্ড করা হয়েছে। রোববার দুপুর পর্যন্ত এই পরিস্থিতি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
শরিবার পাবনার ঈশ্বরদীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ২৩ ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ ডিগ্রি সেলসিয়াস। রাতে সারাদেশে তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
এছাড়া ঢাকা, রাজশাহী, দিনাজপুর, নীলফামারি, রংপুরসহ বৃষ্টি হয়েছে ২০ জেলায়। আবহাওয়া অধিদপ্তর বলছে, রোববারও কোথাও কোথাও বৃষ্টি হতে পারে। এছাড়া, এমাসের মাঝামাঝিতে দেশের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলে শিলাবৃষ্টির পূর্বাভাসও রয়েছে।